শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সিরাজগঞ্জে হাসপাতাল ভাঙচুর

শিশু মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ডাক্তারের অবহেলায় দিয়া মনি নামে ছয় বছরের শিশু মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি আভিসিনা হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার দিনগত রাত ৯টায় সিরাজগঞ্জ শহরের এ ঘটনা ঘটে। দিয়া মনি শহরের দিয়ার ধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।
শিশুটির স্বজনদের অভিযোগ, পিত্তথলিতে পাথরজনিত অসুস্থতায় দিয়া মনিকে গত শনিবার বিকেলে হাসপাতালের সার্জন ডা. আশরাফুল ইসলামের অধীনে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে চিকিৎসক সঠিকভাবে রোগীর তত্ত্বাবধান করেননি। তার গাফিলতির কারণেই রাত পৌনে ৯টার দিকে দিয়া মনি মৃত্যু হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন