শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গল্প সমৃদ্ধ না হলে সিনেমার অবস্থা আরও খারাপ হবে-আমিন খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

এক সময়ের দর্শকপ্রিয় নায়ক আমিন খান এখন অভিনয় কমিয়ে দিয়েছেন। রোমান্টিক কিংবা অ্যাকশন, দুই ধারার সিনেমায় অভিনয় করে তিনি সফল হয়েছেন। এখন মাঝে মাঝে সিনেমা কিংবা নাটকে অভিনয় করতে দেখা যায়। তার সর্বশেষ সিনেমা অবতার মুক্তি পেয়েছে ২০১৯ সালে। আসছে ঈদে মুক্তি পাবে তার নতুন সিনেমা সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাকশন। এতে আমিন খানের নায়িকা হিসেবে আছেন পপি। অনেক দিন পর সিনেমা মুক্তি নিয়ে আমিন খান বলেন, করোনায় আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে আছে। দর্শক হলে খুব বেশি যাচ্ছে না। তবে দর্শক ফেরাতে ভালো সিনেমার বিকল্প নেই। এখন সারাবিশ্বে সিনেমার ধারা বদলে গেছে। গল্প নির্ভর সিনেমা নির্মাণ করা না হলে সিনেমার অবস্থা আরো ভয়াবহ হবে। আমিন খান বলেন, গত কয়েক বছর ধরে ভালো গল্পের অভাবে সিনেমায় অভিনয় কমিয়ে দিয়েছে। তবে আমি শিল্পী। শিল্পীর অভিনয়ের ইচ্ছা কখনো মরে না। ভালো গল্প ও চরিত্র না পেলে অভিনয় থেকে দূরে থাকতে হয়। অভিনয় করার জন্য আগের মতো ভালো সিনেমা পাচ্ছি না। এজন্য অভিনয়ে নিয়মিত নই। এখন অভিনয়ের বাইরে একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি। সেদিকে সময় দিতে হচ্ছে। তবে অভিনয় থেকে সরে যাইনি। আমিন খান বলেন, আমি সব সময় ইতিবাচক চিন্তা করি। এখন সিনেমার একটু খারাপ সময় যাচ্ছে। তবে এটি থাকবে না। নতুনরা কাজ করছে। সবচেয়ে বড় কথা ভালো গল্প প্রয়োজন। হল সংস্কার প্রয়োজন। হলের সংখ্যা বাড়াতে হবে। তাহলে দর্শক অবশ্যই সিনেমা হলে সিনেমা দেখতে যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন