শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাবতলীতে জমি সংক্রান্ত বিরোধে দিনমজুরকে হত্যার চেষ্টা

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা

বগুড়া গাবতলীর দক্ষিণপাড়ায় দিনমজুর ওয়াসিম মোল্লা (৩৫) কে লাটিসোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দক্ষিণপাড়া ইউনিয়নের পশ্চিম গোয়ালপাড়া গ্রামে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গাবতলী দক্ষিণপাড়ার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের শাহ আলমের পুত্র দিনমজুর ওয়াসিম মোল্লার সঙ্গে একই গ্রামের মোজাম্মেল হক মোজামের সঙ্গে দীর্ঘদিন যাবত জমিজমার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বুধবার ওয়াসিম বাড়ী ফেরার পথে গোয়ালপাড়া সাকিল আহম্মেদের কলাবাগান এলাকায় পৌঁছালে সেখানে প্রতিপক্ষ মোজাম, আনারুল, মানিক, ময়েন, ফরহাদ, সোহাগ ও তুষার’সহ কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সর্জ্জিত হয়ে পূর্বপরিকল্পনা মতে তার পথরোধ করে। এরপর ওয়াসিমকে মুখ ও নাকের ভিতর কাপড় গুচিয়ে দড়িদিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক কলা বাগানের ভিতরে নিয়ে যায়। সেখানে ওয়াসিমকে হত্যার উদ্দেশে লাটিসোঁটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে গুরুতর ভাবে জখম করে আহত করে। এসময় ওয়াসিমের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে গ্রামপুলিশসহ এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় ওয়াসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাবতলী থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। এঘটনায় ওয়াসিম বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোজামকে প্রধান আসামী করে আনারুল, মানিক, ময়েন, ফরহাদ, সোহাগ, তুষারকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন