মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাট আহত ১২

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা। জানা গেছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ইলেকট্রনিকস ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়ার সঙ্গে একই এলাকার খোকনদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সকালে জাহাঙ্গীর মিয়ার বাড়ির দেয়াল নির্মাণ করতে গেলে খোকন মিয়া বাধা দেন। এ নিয়ে রাত ৯টার দিকে দুই পক্ষের লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের জাহাঙ্গীর মিয়া, ফরিদা বেগম, জাবেদ, আবেদ, খালেক, রোকন, জামিলা খাতুনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন