রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌরশহরের চাঁদনী রোডে ভাঙ্গারি ব্যবসায়ী স্বত্বাধিকারী মিলন এনজিওর ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যবসার উন্নতির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক, দাদনে কয়েক লক্ষ্য টাকা লোন নেয়। আয়-উপার্জন আশানুরূপ না হওয়ায় দিনে দিনে লাভের চেয়ে ঋণের বোঝা বেড়ে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ব্যাংকের চাপাচাপিতে সে দোকান খুলে থাকতে না পেরে টাকা জোগাড় করার জন্য পাগলের মতো ছোটাছুটি করে বিফল হয়ে বর্তমানে অনেকটা ভারসাম্য হারিয়ে, এবং ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন মামলার হুমকি বিভিন্ন নোটিশ দিয়ে ভয় দেখায়। সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের শওকত আলীর পুত্র মিলন স্ত্রী, ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঋণের বোঝা মাথায় নিয়ে সে প্রায় পাগলপ্রায় হয়ে পড়েছে। কান্না ছাড়া তার কোনো সম্বল নেই। মিলন তার অসহায়ত্ব জীবনে সরকারি-বেসরকারি, সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে এনজিও’র ঋণে জর্জরিত মিলন। মানুষ মানুষের জন্য সহযোগিতার হাত একটু বাড়ালে মিলন ঋণের দায় থেকে মুক্তি পেয়ে পরিবার পরিজন নিয়ে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন