শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই, গ্রেফতার ৪

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১:৫৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই বড় ভাইকে পিটিয়ে হত্যা করায় মহিলা সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানা গেছে,গত কাল বুধবার বিকাল ৪টায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার (মজিদপাড়া) গ্রামের ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর (৪০)ও ইলিয়াস (৩৫)এর সাথে জমি সংক্রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াস সহ তার লোকজন বড়ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথরি মারপিট করে গুরুতর জখম করে। খবর পেয়ে প্রতিবেসিরা ঘটনাস্থল গিয়ে গুরুতর জখম অবস্থায় জাহাঙ্গীরকে উর্দ্ধার করে। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পরার্মশ দিলে রংপুরে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থা সে মৃত্যুবরণ করে।

এদিকে জাহাঙ্গীর এর মৃত্যুর খবর জানা জানি হলে এলাকার লোকজন ঘাতক ছোট ভাই ইলিয়াস ও তার স্ত্রী আলেয়া বেগম(২৫), বোন রুমি বেগম (৩০) ও মা সুফিয়া বেগম(৫০)কে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে আটক কৃতদের গ্রেফতার করেন।
এব্যাপারে নিহতের শ্যালোক সবুজ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৮জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Hasina ১ এপ্রিল, ২০২১, ৯:০৫ পিএম says : 0
Vaier hate vai morce ar policer vaggo khulche.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন