শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বব্যাপী ভ্যাকসিনের অসম বিতরণের সমালোচনায় এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৩:৩৩ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিনের অসম বিতরণের সমালোচনা করেছেন। মঙ্গলবার তিনি বলেন যে, তুরস্কের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণরূপে বিকাশ হওয়ার পরে বাকি বিশ্বের কাছে তারা সেটি তুলে দেবে।

কোভিড-১৯ মোকাবেলায় তহবিল সংগ্রহের বিষয়ে জাতিসংঘে একটি ভিডিও জমা দেয়ার সময় এরদোগান এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, বিশ্বের ১০০টি দেশ এখনও ভাইরাসের বিরুদ্ধে একটি ভ্যাকসিনও ব্যবহার করতে পারেনি। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘এটি মানবতা এবং মানবিক মূল্যবোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন আপনি একদিকে, প্রায় পুরো জনসংখ্যা টিকা দেয়া হয়েছে এবং অন্যদিকে কোটি কোটি মানুষ, যারা ভ্যাকসিনের প্রথম ডোজও নিতে পারেনি।’

মহামারী চলাকালীন বিশ্ব অর্থনীতির পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে এরদোগান বলেন, এটি স্পষ্ট হয়ে গেছে যে, ভ্যাকসিনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব নয়। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন