শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:৪৮ পিএম

নেছারাবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মিজানুর রহমান সিকদার(৪০) ওরফে হাতকাটা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য ও বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে শুক্রবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

মিজান উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। সে পেশায় নামমাত্র একজন কাঠ ব্যবসায়ী। মিজান উপজেলা বিএনপি দলের গুরুপ্তপূর্ন কোন পদে না থাকলেও তিনি সরকারের বিরুদ্ধে সর্বদা উস্কানিমুলক ফেসবুক পোস্ট দিতেন নিজের আইডিতে। তার অব্যাহত বিকৃত পোষ্টগুলো স্থানীয়দের নজরে আসলে তা প্রশাসনকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, আসামী মিজান পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১,২)/২৯(১,২)/ ৩১(১,২) ধারায় তার বিরুদ্ধে মামলা রজু করা করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন