শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৪:২৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকার এস্কেন্দার আলী ফরাজীর বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২এপ্রিল)সকাল ৯ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি। ওই ঘরের মালিক এস্কেন্দার আলী ফরাজী বলেন-- তিনি আজ শুক্রবার (২ এপ্রিল)সকাল সাড়ে ৭ টায় কাউখালী বাজারে যান এবং বাড়ির লোকজন সকলেই বেড়াতে যায়। আমি মোবাইলে খবর পাই আমার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা খবর পেয়ে বাড়িতে ছুটে আসি।এসকেন্দার ফরাজী কেঁদে কেঁদে বাকরুদ্ধস্বরে জানান-- আমার প্রতিবেশী গৌতমের স্ত্রী আমার বাড়িতে প্রতিদিন গরুর দুধ দিয়া যায়, তিনি গরুর দুধ নিয়ে আমার বাড়িতে এসে দেখে ঘরের পিছনের দিকে ঘরের ভিতরে দাউ দাউ করে আগুনে জ্বলছে দেখে ডাকচিৎকার দেয়এবং লোকজন ছুটে আসে,মূর্হুতের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গৃহকর্তা এসকেন্দার ফরাজী আর ও বলেন- আমি ও আমার ভাই একই ঘরে বসবাস করি, ভাি মোহাম্মদ আলী ৪ বছর আগে মারা গেচে,সবাই একত্রে থাকি, তার ঘরের মধ্যে নগদ ২ লক্ষ টাকা,,২টি ফ্রীজ, ২ টিভি, চাকুরীর সার্ভিস বুক, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র,মুল দলিলপত্র,মালামাল ও বসতঘর সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষ ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তিনি আর ও বলেন- ঘরের পিছন থেকে কে বা কারা আগুন দিয়েছে।কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশনের ফায়ার ফাইটার মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় মূল ঘরটি রক্ষা করা না গেলে পেছনের অংশ এবংউত্তর পাশের বিল্ডিংটি রক্ষা পেয়েছে। এতে ১৫ লক্ষ টাকার সম্পদ রক্ষা করতে পেরেছেন। রাজাপুর থানার পুলিশ অফিসার এসআই বিপুল বলেন- ঘটনাস্হলে গিয়েছিলাম, এসকেন্দার ফরাজীকে থানা আসতে বলেছি।আগুনের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখা হবে।রিপোর্ট লেখা পর্যন্ত রাজাপুর থানা পুলিশ কোন অভিযোগ পায়নি। এস্কেন্দার আলী ফরাজী উপজেলার ৮৬ নং উত্তর শুক্তাগড় প্রাথমিক বিদ্যালয় এর একজন শিক্ষক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন