শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংষর্ঘে আহত ৬

ইউপি নির্বাচন

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় অপর প্রার্থীর ৬ সমর্থক আহত হয়েছেন। এ সময় নির্বাচনী ক্যাম্প ভাঙচুরসহ বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে ইউনিয়নের সোতারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিক উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হায়দারের সোতারপাড় এলাকার নির্বাচনী ক্যাম্পে বসেছিল ইদ্রিস আকন ও ইমন খালাসী নামের দুই সমর্থক। এ সময় প্রতি›দ্বদ্বী চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল হক শিকদারের প্রবাসী ভাই আজিজুল শিকদার ওই ক্যাম্পে আসে। পরে আজিজুলের সাথে ইদ্রিস আকনের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে মো. নুরুল হক শিকদারের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জাকির হোসেন হায়দারের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ও সমর্থকদের মারধর করে। এসময় হামলাকারীরা ২টি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় ইদ্রিস আকন (৫০), মাহমুদা বেগম (৪২), জাবেদ হাওলাদার (৩৫), লিখন আকন (২৩), ইমন খালাসী (২০), আ. রহমান (১৯) আহত হয়। আহতদের মধ্যে মাহমুদা বেগমসহ ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন