যশোরের অভয়নগর উপজেলার মাত্র ৩০ টাকার জন্য ভ্যানচালক শুকুর আলী (৫৫)-কে হত্যা করেছে গ্যারেজ মিস্ত্রি রাজু ওরফে টুট্টু। গত শনিবার রাতে উপজেলার ধোপাদি গ্রামের টুট্টু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরি পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে।
নিহতের ভাই মকবুল হোসেন জানান, গত শনিবার রাতে ধোপাদি গ্রামের রাজু ওরফে টুট্টু ফকিরের গ্যারেজের সামনে গেলে শুকুর আলীর কাছে পাওনা ৩০ টাকা চায়। শুকুর আলী পাওনা টাকা পরে দিবে বলে জানায়। কিন্তু টুট্টু কোনো কথা না শুনে গ্যারেজে থাকা রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ভ্যানচালক শুকুর আলী। এ সময় আশপাশের লোকজন দ্রæত উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সাথে সাথে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলের পাশে টুট্টুর বাড়িতে গিয়ে দেখে তাদের বসতঘরে তালাবদ্ধ। এ দিকে নিহত শুকুর আলীর বাড়িতে চলছে শোকের মাতম। বাবার এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না ছেলে-মেয়েরা। নিহত শুকুর আলীর চার ছেলে ও মেয়ে রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, মৃত অবস্থায় ভ্যানচালক শুকুর আলীকে হাসপাতালে আনা হয়েছে। অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে অভয়নগর থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন