বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে টাকা লুট

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে গরুর ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন দুর্বৃত্তরা লুটে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা ট্রাক চালক পিন্টু মোল্লা (২৯) ও হেলপার সেলিম মিয়া (২৩)-কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাক চালক পিন্টু মোল্লা জানান, রাতে যশোরের মনিরামপুর থেকে (যশোর-ট-১১-২১২৮) ২৬টি গরু নিয়ে রাজধানীর ধোলাইখালে একটি বাজারে নিয়ে নামিয়ে পুনরায় গরু আনার উদ্দেশ্যে রওনা দেই। ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় ট্রাকটি বিকল হলে তা দ্রুত মেরামত করি। তখন তিনজন যুবক হেলপার সেলিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আমাকে ও হেলপারকে মারধর করে নগদ ২১ হাজার টাকা, দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিপ্ত শাহীন জানান, আহত ট্রাকের চালক ও হেলপারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে দেলোয়ার ও কামরুল নামে শিমুলতলা এলাকার দুই ছিনতাইকারীর নাম জানা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে এ চক্রগুলো বেপরোয়া হয়ে গেছে। বুধবার রাতে শিমুলতলা এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের চালককে কুপিয়ে আহত করে নগদ টাকা ছিনতাই করেছে একই চক্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন