স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে গরুর ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন দুর্বৃত্তরা লুটে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা ট্রাক চালক পিন্টু মোল্লা (২৯) ও হেলপার সেলিম মিয়া (২৩)-কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাক চালক পিন্টু মোল্লা জানান, রাতে যশোরের মনিরামপুর থেকে (যশোর-ট-১১-২১২৮) ২৬টি গরু নিয়ে রাজধানীর ধোলাইখালে একটি বাজারে নিয়ে নামিয়ে পুনরায় গরু আনার উদ্দেশ্যে রওনা দেই। ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় ট্রাকটি বিকল হলে তা দ্রুত মেরামত করি। তখন তিনজন যুবক হেলপার সেলিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আমাকে ও হেলপারকে মারধর করে নগদ ২১ হাজার টাকা, দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিপ্ত শাহীন জানান, আহত ট্রাকের চালক ও হেলপারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে দেলোয়ার ও কামরুল নামে শিমুলতলা এলাকার দুই ছিনতাইকারীর নাম জানা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে এ চক্রগুলো বেপরোয়া হয়ে গেছে। বুধবার রাতে শিমুলতলা এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের চালককে কুপিয়ে আহত করে নগদ টাকা ছিনতাই করেছে একই চক্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন