শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রাম বন্দর তহবিলের এক শতাংশ পাবে চসিক

প্রধানমন্ত্রীকে সুজনের অভিনন্দন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে এক শতাংশ অর্থ নগরীর উন্নয়নের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) বরাদ্দের চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
তিনি গতকাল মঙ্গলবার ইনকিলাবকে বলেন, আমার প্রস্তাবের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। এটি নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য এক বিরাট অর্জন। আমরা আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ আইনটি চ‚ড়ান্ত অনুমোদন পাবে। এর ফলে চসিক সরকারি সহযোগিতা ছাড়াই উন্নয়ন কর্মকান্ড করতে পারবে। আর এভাবে স্থানীয় সরকারগুলো স্বাবলম্বী হলে উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত হবে।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১ এর চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়। যেখানে উল্লেখ আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি নিজস্ব তহবিল থাকবে। তার এক শতাংশ অর্থ চট্টগ্রাম সিটি করপোরেশন পাবে উন্নয়ন কর্মকান্ডের জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন