শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাসূল (সা.) সামাজিক ন্যায় বিচার ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছেন : মিলাদ মাহফিলে চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহ নবী-রাসূল পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শেষ ও শ্রেষ্ঠ নবী। তিনি শিখিয়েছেন সামাজিক ন্যায় বিচার, পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালাবাসা। গতকাল মঙ্গলবার সাইফুদ্দিন খালেদ রোডের একটি কমিউনিটি সেন্টারে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চসিক ঠিকাদার সমিতি কর্তৃক আয়োজিত খতমে কোরআন, খতমে বোখারী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চসিক ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আবু ফরহাদ মো. সাবু, যুবলীগ নেতা নেছার আহমেদ, সাবেক ছাত্রনেতা মো. সালাউদ্দিন, ঠিকাদার সমিতির নেতা শামসুল আলম, আবুল কালাম, মো. আতিক উল্লাহ প্রমুখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন