সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, লকডাউনের মধ্যেও কর্পোরেশনের জরুরি কাজ থেমে নেই। কারণ এ কাজগুলো পড়ে থাকলে করোনাকালে মানবিক বিপর্যয় ঘটতে পারে। বর্ষা শুরু হওয়ার আগেই মশক নিধন কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। কেননা এ সময়ে জমে থাকা ও পরিছন্ন পানিতে এডিস মশার প্রজনন বিস্তার ঘটে এবং এ মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়।
তিনি গতকল শুক্রবার আন্দরকিল্লা ওয়ার্ডের রাজা পুকুর লেইন থেকে নজির আহমেদ চৌধুরী রোড, কেসিদে রোড, লালদিঘী ও কোতোয়ালী মোড় পর্যন্ত অলিগলিতে ছোট বড় নালা ও বাড়ির আঙ্গিনায় মশক নিধন কার্যক্রম চলাকালে নগরবাসীর উদ্দেশ্যে একথা বলেন। তিনি বলেন, নিজের বাড়ির আঙ্গিনায় যেখানে পানি জমে থাকে সেগুলো অপসারণ করতে হবে এবং ফুলের টব, পরিত্যক্ত প্লাষ্টিকের বোতল, ডাবের খোল, ফ্রিজের জমানো পানি সরিয়ে ফেলতে হবে। এসময় কর্পোরেশনের কর্মকর্তারা মেয়রের সাথে ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন