করোনায় লকডাউনের মধ্যে অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল রোববার নগরবাসীর উদ্দেশে এক বার্তায় তিনি বলেন, সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ছে। এ অবস্থায় সরকারের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। তিনি প্রশাসনকে এ ব্যাপারে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, চসিক সামর্থ্য অনুযায়ী আইসোলেশন সেন্টার স্থাপনসহ ৪১টি ওয়ার্ডে শনাক্ত রোগীদের চিকিৎসা সেবার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রেখেছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এর আগে মেয়র নগরীর এনায়েত বাজারে হেলে পড়া ভবন পরিদর্শনে যান। এ সময় মেয়র বাড়ির মালিককে ভবনটি ভেঙে পুনরায় নিয়ম মেনে নির্মাণের পরামর্শ দেন। স্থানীয় কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুসহ কর্পোরেশনের কর্মকর্তারা মেয়রের সাথে ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন