রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘বঙ্গবন্ধু মানবতা ও শোষিতের পক্ষে ছিলেন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

বঙ্গবন্ধু সারাজীবন ছিলেন মানবতা ও শোষিতের পক্ষে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের মানুষের জন্য লড়াই করেছেন। দেশকে স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন। তবে বিশ্বের বিভিন্ন ইস্যুতেও তিনি সুস্পষ্টভাবে অবস্থান নিয়েছেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভার্চ্যুয়ালি আয়োজিত পঞ্চম বঙ্গবন্ধু লেকচার সিরিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন বিশ্ব নেতা। তিনি বলেন, বঙ্গবন্ধু ফিলিস্তিন, ভিয়েতনাম, আফ্রিকার জাতিগুলোর পক্ষ নিয়েছিলেন। তিনি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী বিশ্ব চেয়েছিলেন। একইসঙ্গে তিনি ছিলেন মানবতা ও শোষিতের পক্ষে। সে কারণেই তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। সেটা হলো-শোষক আর শোষিতের। আমি শোষিতের পক্ষে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
।।শওকত আকবর।। ৮ এপ্রিল, ২০২১, ৮:৫৫ এএম says : 0
আজীবন সত্যসেবী দারাজ দীল বড় কলিজার মানুষ ছিলেন শেখ মুজিব।এমন নেতা আর হবেনা হবেনা।এমন নেতা আর পাবোনা পাবোনা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন