সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুকুরের কামড়ে শতাধিক ছাগল-ভেড়ার মৃত্যু

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৯:২৭ পিএম

আশাশুনি উপজেলার বড়দলে পাগলা কুকুরের কামড়ে শতাধিক ছাগল-ভেড়ার মৃত্যু ঘটেছে। এলাকার মানুষ কুকুরের ভয়ে মাঠে গবাদি পশু ও ছাগল-ভেড়া ছাড়তে সাহস পাচ্ছে না।

বড়দল ইউনিয়নের বুড়িয়া, ফকরাবাদ, গোয়ালডাঙ্গা, জেলপাতুয়া, বামনডাঙ্গা, ডুমুরপোতা, নড়েরাবাদ, জামালনগরসহ বিভিন্ন বিলে এলাকার ২০/২৫টি বেওয়ারিশ পাগলা কুকুর ঘোরাফেরা করে থাকে। এসব কুকুর বিলের মধ্যে চরাতে ছেড়ে দেয়া গরুর বাছুর, ছাগল, ভেড়া কামড়ে মেরে ফেলে এবং পেটের চামড়া ফেড়ে খায়। এলাকার ফকরাবাদ গ্রামের ভগিরথ মন্ডল, হাবিবুর রহমান, ইমান আলি গাজী, তৈজদ্দিন বিশ্বাস, খালেক সরদার ও গোয়ালডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের একটি করে ছাগল এবং ফকরাবাদ গ্রামের রবীন্দ্র নাথ মন্ডলের ৫টি ভেড়াসহ শতাধিক গরুর বাছুর, ছাগল ও ভেড়া কামড়ে মেরে ফেলেছে বলে জানা যায়। ইউপি চেয়ারম্যান আ. আলিম মোল্যা জানান, পশু মারার ক্ষেত্রে বিধি নিষেধ থাকায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগি এলাকাবাসী প্রাণিসম্পদ অধিদফতর ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা ও অসহায় মানুষ ক্ষতিপুরনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন