শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাগঞ্জে তালা ভেঙে দুই দোকান চুরি

মির্জাগঞ্জ(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ৪:৪৭ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রশাসনের থানার প্রধান গেটের পাশে হাওলাদার অটো ও উপজেলার গার্লসস্কুল সংলগ্ন মটর সাইকেল এন্টারপ্রাইজ নামক দুটি পার্টসের দোকান চুরি হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে সাটারের তালা কেটে নগদ টাকা সহ দুই দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়াও সুবিদখালী কলেজ সংলগ্ন ইব্রাহিম ট্রেডার্সে দোকানের তালা ভাঙার চেষ্টাকালে তারা সিসি ক্যামেরা দেখে ভেঙে ফেলে।

হাওলাদার অটোর মালিক মোঃ বশিরের জানান, ১ লক্ষ ৩০ হাজার নগদ টাকা সহ ১ লক্ষ ৬০ হাজার টাকার ব্যাটারী ও ২০ হাজার টাকার ইলেকট্রিক মটর নিয়ে গেছে।
মটর সাইকেল এন্টারপ্রাইজের মালিক মোঃ আইউব আলী খান বলেন, ৭৪ হাজার টাকার ব্যাটারী ৫ হাজার টাকার ইলেকট্রিক মটার ও ১৫ শত টাকা চুরি কওে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে পাওয়া যায়নি। তবে ঐ রাতেই ১টি অটোবাইক ও ৪টি পুরাতন ব্যাটারী সহ দুই জনকে আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন