রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হামিদ উল্লাহর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে এক চাঁদাবাজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে চাঁদাবাজ নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাঈম তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন জানান, মাস খানেক ধরেই চাঁদাবাজ নাঈমসহ তার লোকজন তারাব পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হামিদ উল্লাহর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকার মধ্যে ৮৪ হাজার টাকা পরিশোধও করেছেন হামিদ উল্লাহ। বেশ কয়েক দিন আবারো চাঁদার টাকা দাবি করে আসছে নাঈমসহ তার লোকজন। পরে হামিদ উল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ নোয়াপাড়া এলাকা থেকে নাঈম মিয়াকে গ্রেফতার করে। এলাকাবাসীর অভিযোগ, নাঈমসহ তার লোকজন এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকা- করে আসছে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এসব অপরাধীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন