অধিকাংশ চালকের বয়স ১২ থেকে ১৭ বছর
আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে
পাবনার চাটমোহরের ছোটবড় সড়কগুলো যেন অবৈধ যানবাহনের দখলে চলে গেছে। চাটমোহর-পাবনা, চাটমোহর-ছাইকোলা, চাটমোহর-বনপাড়া, চাটমোহর-হান্ডিয়াল, চাটমোহর-ভাঙ্গুড়া, ফরিদপুরসহ সব রুটের জায়গাজুড়ে রেজিস্ট্রেশন, ফিটনেস, রুটমারমিটবিহীন অবৈধ যানবাহন চলাচল করছে দোর্দ- দাপটের সাথে। অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। জানা যায়, স্থানীয় পুলিশ প্রশাসন, মাস্তান, নামিক রাজনৈতিক নেতা, ছোট নেতাদের নিয়মিত মাসোহারা দিয়েই এসব অবৈধ যান চলাচল করছে বৈধপথে। এসব অবৈধ যান চলাচলের কারণে এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ অবস্থা থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চান। সবুজ সিএনজি, ট্রাক্টর, পাওয়ার টিলার, নসিমন, করিমন, আলমসাধু, ব্যাটারিচালিত অটো, ভ্যান-রিকশাা। এসব চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, রুটমারমিট, ফিটনেস। সবুজ সিএনজিসহ ট্রাক্টর, পাওয়ার টিলার, নসিমন, করিমন, আলমসাধু, ব্যাটারিচালিত অটো, ভ্যান-রিকশার অধিকাংশ চালকই অপ্রাপ্তবয়স্ক। অধিকাংশ চালকের বয়স ১২ হতে ১৭ বছর। কোনোমতে স্ট্রিয়ারিং ধরেই সড়ক মহাসড়কে চলছে মহাদাপটে। এদের দাপট দেখে মনে হয় এসব দেখার কেউ নেই। অহরহ দুর্ঘটনা ঘটছে এসব যানবাহনে। মানুষ নিরুপায় হয়েই অপ্রাপ্তবয়স্ক চালকদের চালানো যানবাহনে চড়ছেন। এরা অনেক সময় ট্রাকের সাথে পাল্লা দিয়েই সড়কে চলে। পিছন বা সামনের কোনো যানবাহনকে এরা সাইডও দিতে চায় না। এর সড়কের মাঝখানদিয়েও চলাচলে অভ্যস্ত। হর্নের পর হর্ন দিয়েও সাইড পাওয়া কঠিন হয়ে যায়। অন্য যানবাহনকে এরা তোয়াক্কা করে না। এসবের ইঞ্জিন থেকে বের হয় কালো ধোঁয়া এর বিকট শব্দ। মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে এলাকার পর এলাকা। অধিকাংশ যানবাহনের মিটাররিডার, ব্রেক, হর্ন, লাইটবিহীন চলাচল করে। পাবনার সকল রুটের সবুজ সিএনজির কোনোটারই মিটাররিডার নেই। এদের দ্রুত চলার জন্য মিটাররিডার বিকল করে রাখে। অহরহ ঘটছে দুর্ঘটনা। পঙ্গু হচ্ছে মানুষ, চিকিৎসা করতে গিয়ে পথে বসছে তাদের পরিবার। আবার অনেকে পঙ্গুত্ববরণ করে সমাজের বোঝা হয়ে পড়ছেন। সড়কের দুপাশে যততত্র এদের স্ট্যান্ড বানিয়ে সড়ক ব্লক করে ফেলছে। মানুষের চলাচলে দারুণ অসুবিধা হচ্ছে। চাটমোহরের রেলবাজার, মথুরাপুর, আনকুটিয়ামোড়, নতুনবাজার, পুরানবাজার, ছাইকোলা, হা-িয়ালসহ এলাকার সকল বাজার এলাকার রাস্তা বা মোড় স্ট্যান্ড বানিয়ে সড়ক ব্লক করে মানুষের চলাচলে বিপর্যয় করে ফেলছে। অনেক যানবাহনে উচ্চ হর্ন বাজিয়ে মানুষকে অস্থির করে তুলছে। চাটমোহরের স্থানীয় হাটবারে হাটের দু’ধারে যততত্র স্ট্যান্ড বানিয়ে হাটুরিয়াদের মারাত্মক অসুবিধায় ফেলছে। ভাড়া নিয়ে চলে বচসা। সব মিলিয়ে চাটমোহর এবং এর আশপাশে সবুজ সিএনজি, ট্রাক্টর, পাওয়ার টিলার, নসিমন, করিমন, আলমসাধু, ব্যাটারিচালিত অটো, ভ্যান-রিকশার দাপটে সাধারণ মানুষ নাভিশ্বাস হয়ে পড়ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন