ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
ঘাটাইলে বিনোদন পার্কে নিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে তার প্রেমিক। ঘাটাইল উপজেলার সাগরদিঘী তালতলা এলাকার অনিক পার্কে গত ৫ সেপ্টেম্বর দিবালোকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপরে ধর্ষিতা কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষক ফজলে রাব্বী (২৫) কে জেল হাজতে প্রেরণ করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ধর্ষিতা কলেজ ছাত্রী সাফিয়া আক্তার (২০) ঘাটাইল উপজেলার কোনাবাড়ি গ্রামের সুরুজ শিকদারের মেয়ে। সে এবার ধলাপাড়া কলেজ থেকে এইচএসসি পাস করেছে। পার্শ্ববর্তী সরাবাড়ি গ্রামের শীহদের ছেলে ফজলে রাব্বীর সাথে কলেজ ছাত্রীটির প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ সেপ্টেম্বর সকালে কলেজ ছাত্রীটি এইচএসসি পরীক্ষার নম্বরপত্র তুলতে ধলাপাড়া কলেজে যাওয়ায় উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। কলেজের কাছাকাছি পৌঁছলে ফজলে রাব্বী ছাত্রীটিকে কৌশলে উপজেলার সাগরদিঘী তালতলা এলাকার অনিক পার্কে ঘুরতে নিয়ে যায়। এ সময় সে পার্কের একটি ভাড়া করা কক্ষে নিয়ে গিয়ে ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কলেজ ছাত্রীটির ডাক চিৎকারে পার্কের লোকজন এগিয়ে এসে ধর্ষিতাকে উদ্ধার করে এবং ধর্ষক ফজলে রাব্বীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে ও পরে ঘাটাইল থানায় নিয়ে যায়। গত ৬ সেপ্টেম্বর ধর্ষিতা কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষককে গ্রেফতারে করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কাজ চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন