মুরাদনগরের পাঁচপুকুড়িয়া বাজার উচ্চ বিদ্যালয় খেলার মাঠ রক্ষার দাবিতে ওই মাঠে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে স্কুলের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেস। জানা যায়, ওই মাঠে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ওই ইউনিয়নের ১১টি গ্রামের খেলার মাঠটিতে ঘর নির্মাণ করা হলে মাঠটি বিলীন হয়ে যাবে। তাই এ মাঠে ঘর তৈরির সিদ্ধান্ত পরিবর্তন করে মাঠের পাশেই গৃহ নির্মাণের জন্য উপযোগী জায়গায় এ প্রকল্পের ঘর নির্মাণের দাবি জানায় এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, প্রায় ২শ’ বছরের প্রাচীন এই মাঠটিকে ঘিরে রয়েছে হাইস্কুল, প্রাইমারি স্কুল, পাঁচটি মাদরাসা। এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করে এবং বিভিন্ন জাতীয় দিবস পালিত হয়। এতে করে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। এ ছাড়াও আশপাশের ১১টি গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ মাঠে। ওই মাঠের সঙ্গেই বিশাল জায়গা রয়েছে যেখানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করার উপযোগী। সেখানে প্রকল্পের ঘর নির্মাণের মাধ্যমে মাঠটি যেন বাঁচিয়ে রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন বশির উদ্দিন, মিজানুর রহমান, মো. ফারুক, বিল্লাল হোসেন, সফিউল্লাহ, সুইট আহম্মেদ, মেহেদী হাসান, নূর নবী আল মামুন, সুমন আহম্মেদ বাবু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন