শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় বাবা-মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবা ও সৎ মায়ের নির্যাতনে হামজালা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির বাবা মো. জুয়েল পেশায় একজন মিস্ত্রী। মো. জুয়েল পৌর শহরের ৩নং ওয়ার্ডের (সøুইসগেট সংলগ্ন) ইউসুব মোল্লার ছেলে। গত শুক্রবার সকালে শিশুর লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, মা-বাবার বিচ্ছেদ হবার পর শিশু হামজালাকে নানী লালন-পালন করেন। গত বুধবার বাবা ও সৎ মা মরিয়ম বেগম মিশু হামজালাকে নিয়ে বেড়াতে যায়। এ সময়ে তাদের অমানুষিক নির্যাতনে শিশুটি আহত হয়। আহতাবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল প্রেরণ করেন। বাবা জুয়েল ও সৎ মা মরিয়ম শিশুটিকে বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কে মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকে শিশুটির অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার সকালে শিশু হামজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পাষন্ড বাবা ও সৎ মা অ্যাম্বুলেন্সে করে শিশুটির লাশ গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির লাশ ময়না তদন্তের জন্য গত শুক্রবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাবা ও সৎ মা পলাতক রয়েছে। এব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন