বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

উষ্ণ বাতাসে পুড়ে গেছে ৩৫ হেক্টর জমির ফসল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের উষ্ণ বাতাসে পুড়ে গেছে ৩৫ হেক্টর জমির ফসল। এতে ওই সব ইউনিয়নের কৃষকরা চলতি মৌসুমের ইরি-বোরো ফসল হারিয়ে চরম বিপাকে পড়েছেন। চলতি মৌসুমে গত ৪ এপ্রিল বিকালে হঠাৎ বৃষ্টি ছাড়াই উপজেলার কাপাসিয়া, চন্ডিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, বেলকা, ছাপড়হাটি, শ্রীপুর ও ধোপাডাঙ্গা ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। আধা ঘণ্টার ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় অনেক কিছু। উপজেলা সরকারি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২৮০টি বসতবাড়ির ঘর, ২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০২ হেক্টর জমির ফসল এবং ছোট বড় মিলে প্রায় ৫শ’ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়দের দাবি অনুযায়ি ক্ষতির পরিমাণ আরও বেশি। ১২০ হেক্টর ফসলি জমির ফসল বিনষ্টের মধ্যে ৩৫ হেক্টর জমির ধানক্ষেত বৈরি আবহাওয়ার কারণে ধানের পাতাসহ শীষ পুড়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, কালবৈশাখীর তান্ডবে বিশেষ করে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে উপজেলায় ৩৫ হেক্টর জমির বোরো ক্ষেত পুড়ে গেছে। তিনি বলেন, বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবের সময় কোন বৃষ্টি হয়নি। বৈজ্ঞানিকভাবে জানা গেছে, কালবৈশাখীর তান্ডবের সময় যদি তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে থাকে তাহলে জমির ফসল পুড়ে যাওয়ার আশংকা থাকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন