শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদকসহ আটক ২

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

সাতকানিয়া উপজেলায় আফজলনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার মূল্যের ৩৮,৬৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৭। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। গত শনিবার এ সংক্রান্ত একটি প্রেস রিলিজে এই তথ্য জানায় র‌্যাব-৭। র‌্যাব সূত্রে জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হাসমতের দোকানের সামনে পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। রাত সাড়ে ৮টার সময় কক্সবাজারের দিক থেকে ১টি ট্রাক আটক করা হয়।

এ সময় ট্রাকটির চালক মো. আবুল হোসেন (৩২) এবং হেলপার মো. মানিক মিয়া (২৯)-কে আটক করা হয়। তাদের ট্রাক থেকে ৩৮,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবুল কুমিল্লার কোতয়ালী থানার মনিপুরের মৃত কাজী আ. রহিমের ছেলে ও মানিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলীর শহীদুলের ছেলে। আটকের পর র‌্যাব সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে থানায় তাদের হস্তান্তর করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন