১৯০০ সালের পর থেকে অলিম্পিকে ক্রিকেট আর দেখা যায়নি। সেবার প্যারিসে হওয়া একমাত্র ম্যাচটিতে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে গ্রেট ব্রিটেন জিতেছিল সোনার পদক।
২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার চেষ্টা করছে আইসিসি। বিসিসিআই এতে আগ্রহ দেখায়নি এতদিন। তাদের ভয় ছিল, অলিম্পিকে যোগ দিলে স্বায়ত্তশাসন হারাতে হতে পারে। দেশের অলিম্পিক কমিটির কাছে জবাবদিহি করতে হতে পারে।
এখন সেসব ধারণা থেকে বেরিয়ে এসেছে বিসিসিআই। গত শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সভায় এনিয়ে আলোচনা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল, ‘সুযোগটি আমরা বিশ্লেষণ করে দেখছি। আমরা আগ্রহী, তবে পদ্ধতিগুলো কি হবে তা নিয়ে কাজ করছি।’
২০২২ সালের কমনওয়েথ গেমসে নারীদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা যোগ করা হয়েছে। বার্মিংহ্যামে হতে যাওয়া এই আসরে দল পাঠানোর জন্যও রাজি হয়েছে বিসিসিআই।
১৯৯৮ কমনওয়েলথ গেমসে প্রথম ক্রিকেট যোগ করা হয়। পঞ্চাশ ওভার ক্রিকেটের একটি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা পুরুষ দল সোনা জিতেছিল।
মন্তব্য করুন