শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুয়া ডিআইজি আটক

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস

ময়মনসিংহে ডিআইজি পরিচয়দানকারী সোহাগ মাহমুদ বাপ্পী (২৮) নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ সদরের মনিপুরীঘাট এলাকাথকে তাকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুুররুল ইসলাম সাংবাদিকদের জানান, ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে মোবাইলের মাধ্যমে ওই প্রতারক বিভিন্ন সময়ে পুলিশ ও র‌্যাব’র বড় কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিনব কায়দায় চাঁদা দাবি করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২২ আগষ্ট ডিআইজি পরিচয় দিয়ে ময়মনসিংহ সদর থানার এস আই আক্রাম হোসেনের কাছ থেকে ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি অবহিত হওয়ার পর ওসি ডিবিকে অপরাধী সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দিলে প্রযুক্তির ব্যবহার করে আসামিকে শুক্রবার রাতে কিশোরগঞ্জের মনিপুরীঘাট এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। আয়োজিত এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম, ডিবি’র ওসি ইমারত হোসেন গাজীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন