বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইসলাম নিয়ে কট‚ক্তিকে যুবক আটক

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কট‚ক্তি করার দায়ে অমিত আচার্য্য (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, অমিত আচার্য্য নামের ওই যুবক ইসলাম ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে। এ বিষয়টি নিয়ে মো. ইব্রাহিম খলিল নামে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকার এক যুবক তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। সেই প্রেক্ষিতে অমিতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সনাতন ধর্মাবলম্বী অমিত আচার্য্য খাগড়াছড়ি শহরের অর্পণা চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মিহির আচার্য্যরে ছেলে।

ফেইসবুকে ঋদ্ধ ঋষি ছদ্মনামের প্রোফাইল পরিচালনাকারী অমিত শনিবার সন্ধ্যায় ওই প্রোফাইল থেকে ইসলাম ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ভিডিও চিত্রে উস্কানিমূলক উগ্রবাদী কট‚ক্তি করে। পরে তাৎক্ষণিক তার ওই মন্তব্যটি ভাইরাল হয়। একপর্যায়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে ফেইসবুকজুড়ে। পরে অমিত নিজ এলাকা থেকে পালিয়ে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন