শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই স্কুল শিক্ষকসহ চার পরিবারের মালপত্র লুট

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরের পশ্চিম ফুলুহার গ্রামের আঃ জব্বার হাওলাদারের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতেরা আঃ জব্বার হাওলাদারের একতলা ভবনের পেছনের দরজার ছিটকানী ভেঙে প্রবেশ করে একই ভবনের দুই স্কুল শিক্ষকসহ ৪ পরিবারের সোনার গহনা, দুই লাখ ২ লাখ ৪৫ হাজার টাকাসহ মালপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভুগীরা অভিযোগ করে জানান, ওই ভবনে আঃ জব্বার হাওলাদারসহ তার ৩ ছেলে স্কুল শিক্ষক নজরুল ইসলাম, স্কুল শিক্ষক লুৎফর রহমান ও পুলিশের রিডার আবুল বাসার বসবাস করছেন। রাতে মুখোশধারী ও মুখোশ ছাড়া ১৫/২০ জনের একদল ডাকাত ভবনের পেছনের দরজার ছিটকানী ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৪ ভরি সোনা, ২ লাখ ৪৫ হাজার টাকা, ৫টি মোবাইল, ১টি ল্যাবটপ ও একটি এলইডি টিভিসহ মালপত্র লুটে নেয়। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, পুলিশের উধ্বর্তন কর্মকতাসহ আমরা ঘটনাস্থলে আছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন