শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ওমানে দুর্ঘটনায় ৩ রাঙ্গুনিয়াবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্য ওমানের সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। তিনজনই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। নিহতরা হচ্ছেন উপজেলার পোমরা মাইজ পাড়ার মো. জাহেদ (৪২), সরফভাটার আসগর আলী সড়কের সালাহ উদ্দীন (৪৫), বেুাগী বালুরচর গ্রামের নুরুল আবছার (৪০)।

নিহত পরিবারের সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টায় সালালাহ হতে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রæতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ওমান সালালাহ একটি হাসপাতালের মর্গে রাখা হয়। নিহত স্বজনরা জানায়, মৃত ব্যাক্তিরা মাস্কাট মডার্ণ রোজ ট্রেডিং ইন্টারপ্রাইজ এলএলসি নামক একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।

কোম্পানিটির সত্ত¡াধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ওমানের রাজাধানী থেকে এক হাজার কি.মি. দূরে সালালাহ নামক অপর এক সিটিতে পর্দার কাজ করতে এক সপ্তাহ পূর্বে গিয়েছিলেন। কাজ শেষ করে ভোরে গন্তেব্যে ফেরার পথে তামরিত নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তারা তিনজনেই মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন