টাঙ্গাইলের সখিপুর উপজেলায় চাঁদাবাজি মামলায় শামসুল আলম (৬৫) ও তার ছেলে সরোয়ার আলম (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একটি বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুল আলমের ভাই এম শামীম আল মামুন বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। সেই মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে সখিপুর থানায় নিয়ে আসে।
বাদী এম শামীম আল মামুন এবং আসামি শামসুল আলমের পিতার নাম সিরাজুল ইসলাম মিয়া। বাড়ি উপজেলার চতলবাইদ এলাকায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবজি, জমি লুট, অগ্রণী ব্যাংক নলুয়া বাজার শাখায় ৬ লাখ টাকার ঋণ খেলাপিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
নলুয়া এলাকায় বসবাসরত অবস্থায় তাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। অভিযোগের তদন্তে এএসপি (সখিপুর সার্কেল) এম এ মতিন এসেছিলেন। সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক জানান, চাঁদাবাজি মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করে গতকাল সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন