শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাবতলীতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) থেকে

আগামী মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা। আর মাত্র ২ দিন বাকি। মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় ধর্মীয় উৎসব পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়া জেলাসহ গাবতলীতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। গত বছরের তুলনায় এ বছরে বিদেশী গরু-ছাগল আমদানী হলেও দেশী গরু-ছাগলের চাহিদা সবচেয়ে বেশী ছিল। বেশীর ভাগ ক্রেতা কিনছেন দেশী গরু-মহিষ ও ভেড়া-ছাগল। ফলে আশানুরূপ মূল্যে থেকে বঞ্চিত হচ্ছেন গরু ব্যবসায়ী ও খামাররা। দুর-দরন্ত থেকে অনেক ক্রেতা-বিক্রেতার সমাগমে জমে উঠছে পশুর হাটগুলো। গত শুক্রবার কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাটে ব্যাপক বেচা কেনা হয়েছে। পছন্দ মতে ক্রয়-বিক্রয় করেছে সবাই। গরুর দামটা একটু বেশী হলেও ছাগলের দাম ছিল তুলনামূলক ভাবে কম। ফলে দাম কম হলেও ব্যবসায়ীসহ খামারীরা বিক্রি করেছে পশুদের। এতে করে কিছুটা হলেও ব্যবসায়ীদের লাভ কম হচ্ছে কবলে জানিয়েছেন গরু ব্যবসায়ী আইনুল হক। উপজেলার কাগইল, পীরগাছা, ডাকুমারা, সুখানপুকুর, কদমতলী, নাড়–য়ামালা, মহিষাবান, পেরীহাট, দুর্গাহাটা, তরুনীহাট ও বাগবাড়ী পশুর হাট জমে উঠেছে। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পশুর হাট বসেছে। কাগইল হাট ইজারাদার মোঃ দুলাল আকন্দ ও হাটের পরিচালক কাগইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিকরাইল ইসলাম জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নিভরশীল। ফলে তারা স্থানীয় কাগইল হাট থেকে কোরবানির জন্য পশু কিনেছেন। বেচাকেনাও ভাল হয়েছে। ক্রেতা মেহেদী হাসান নয়ন জানান, ১৬ হাজার টাকায় একটি ছাগল কিনেছি। কমটা কম ছিল। কাগইল পশুর হাট নিয়মিত হলে হাট আরো জমে যাবে। খামারী রবিউল ইসলাম ও রাকিব হাসান জানান, পশু লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে। এখন সে টাকাও উঠছে না। খামারি পল্লী ডাক্তার অমৃত জানান, হাটে ১টি গরুর দাম ২ লাখ টাকা চাইলেও দাম বলেছে দেড় লক্ষ টাকা ফলে দাম কম হওয়ায় বিক্রি না করে বাড়ীতে নিয়ে যাচ্ছি। এদিকে গরু ব্যবসায়ীরা জানান ভিন্ন কথা তারা বলেন, গতবোরো মৌসুমে কৃষকরা ধানের ন্যায্যমূল্যে না পাওয়া সেই প্রভাব পড়েছে পশুর হাটে। এদিকে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কেউ জেন প্রতারণা করতে না পারে সে জন্য জাল টাকার শনাক্তকরণে স্থানীয় ব্যাংকগুলো শনাক্তকরণ মিশিন বসানো হয়েছে। পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান ও ভেটানারি সার্জন ডাঃ মোঃ একরামুল হক মন্ডলের নেতৃত্বে কোরবানি পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। একাজে সহযোগিতা করছেন ভিএফএ ও স্বেচ্ছাসেবকগণ। কাগইল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃত্রিম প্রজনন সহকারী মোঃ জাহিদুল ইসলাম জানান, কাগইল পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও তদারকি করার জন্য সকাল থেকে রাঁত পয়র্ন্ত ছিলাম। ক্রেতাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে। এ বিষয়ে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান জানান, গাবতলীতে ভেটেরিনারি ২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। মেডিক্যাল টিম বিভিন্ন পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কোরবানির জন্য সকল পশু সুস্থ সবল ও রোগমুক্ত রয়েছে কি না সে জন্য পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। এদিকে হাটগুলোর নিরাপত্তা দেওয়া জন্য মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। হাটে গরু চোর ও নকল (জাল) টাকা সনাক্তকরণে (প্রতিরোধে) গাবতলী মডেল থানা ওসি মোঃ শাহীদ মাহমুদ খান গাবতলীর বিভিন্ন পশুর হাট-বাজারে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, সুশৃঙ্খলভাবে হাটে কোরবানীর পশু বেচাকেনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি সবাই সুন্দর ভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন