শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১৩ বছর সংসার করার পর ক্ষতিপূরণ দাবি স্বামীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ এএম

দীর্ঘ ১৩ বছর ধরে সংসার করছেন স্বামী-স্ত্রী হিসেবে। এই দীর্ঘ সময় নিজের আগের বিষয়টি লুকিয়ে রেখেছিলেন স্ত্রী। কিন্তু এক যুগের বেশি সময় পর স্বামী যখন স্ত্রীর আগের কথা জানতে পারলেন, তখন স্ত্রীর কাছে লাখ টাকা ক্ষতিপ‚রণ দাবি করেন তিনি। এমন অবাক করা ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার মাকাসসারে। সেখানকার বাসিন্দা ইউলিয়ান আপরিয়ান্টো যখন তার স্ত্রীকে বিয়ে করেন তখন তিনি জানতেন না যে, তার আগে একবার বিয়ে হয়েছিল। কিন্তু ইউলিয়ানকে বিয়ের ১৩ বছর আগে ১৯৯৬ সালে সাইয়ি হানাফি নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই নারীর। এখন স্ত্রীর কাছে প্রতারিত হয়ে তার কাছে ৪ লাখ ৬০ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়াহ (প্রায় ২৮ লাখ টাকা) ক্ষতিপ‚রণ চাইছেন ইউলিয়ান। নিজের আগের বিয়ের কথা লুকানোয় এই ক্ষতিপ‚রণ চাইছেন তিনি। কেননা ওই নারীকে বিয়ে করতে তার যে খরচ হয়েছে এবং স্ত্রীর মিথ্যার কারণে তাকে যে লজ্জায় পড়তে হয়েছে, এজন্য এই ক্ষতিপ‚রণ যথার্থ বলে মনে করেন তিনি। এমনকি বিয়ের পর তার স্ত্রীকে ডাক্তারি পড়াতেও খরচ করেন ইউলিয়ান। এখন সেই অর্থও ফেরত চাইছেন তিনি। জানা গেছে, ওই নারী এখন ডাক্তার। কিন্তু ইউলিয়ানের সঙ্গে বিয়ের আগে মিথ্যা কাগজপত্র দাখিল করেছিল ওই নারীর পরিবার। ইউলিয়ান বলেন, তার আন্টি দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিন মাস ধরে একে অপরকে জানার পর ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ইউলিয়ান দাবি করেন, এই দীর্ঘ তিন মাসের পরিচয়ের সময় তার স্ত্রী নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন এবং এর আগে কখনও বিয়ে হয়নি বলে জানান। এখন মিথ্যা বলায় ওই নারীর ১ মাস ৯ দিন কারাদন্ড হয়েছে। টুডে অনলাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন