রংপুরের পীরগাছায় থানা থেকে হ্যান্ডকাফ খুলে শাহজালাল ইসলাম(৩২) নামের এক আসামি পালিয়ে যাওয়ার তিন ঘন্টা পর অভিযান চালিয়ে আবারো আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(২৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে পীরগাছা থানা থেকে আদালতে ওই আসামিকে পাঠানোর সময় এ ঘটনা ঘটে।
শাহজালাল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের ছাইফুল ইসলামের ছেলে।
পীরগাছা থানা পুলিশ জানায়, শুক্রবার ভোরে পীরগাছা উপজেলার পারুল এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় শাহজালাল ও শরিফুল নামের দুই জনকে আটক করে পুলিশ।
পরে দুপুর ১টার দিকে পীরগাছা থানা থেকে আটককৃতদের জেল হাজতে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হয়। এসময় দুই আসামিকে একটি হ্যান্ডকাপ লাগানো হয়। কিন্তু শাহজালালের হাতে থাকা হ্যান্ডকাপটি লুজ থাকায় সবার অজান্তে হ্যান্ডকাপের চুড়ি খুলে পালিয়ে যায়। পরে তিন ঘন্টা অভিযান চালিয়ে পীরগাছা উপজেলার কদমতলা নামক স্থান থেকে শাহজালালকে আটক করা হয়।
পীরগাছা থানার ওসি(তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, হ্যান্ডকাপ লুজ থাকায় হাত খুলে আসামি শাহজালাল পালিয়ে যায়। পরে তাকে অভিযান চালিয়ে আবারো আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন