শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে গতকাল শনিবার সকালে একটি অবৈধ ইটভাটার চোরাই সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মিজানুর সরদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মিজানুর মাগুরা সদরের বেলনগর গ্রামের দক্ষিণপাড়ার মৃত অলিয়ার সরদারের ছেলে।

মিজানুরের ভাই মো. রাসেল জানান, শনিবার সকাল ৮টার দিকে মিজানুর নিজ ধান ক্ষেতে পানি দেয়ার কাজ করছিল। এ সময় ধানক্ষেতের ওপর দিয়ে যাওয়া একটি অবৈধ বিদ্যুৎ লাইন দেখে তিনি সেটি সরিয়ে দিতে গিয়ে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্টে হন। পরে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসক ডা. অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, ওই গ্রামের দক্ষিণ পাড়ায় নির্মাণাধীন একটি মাদরাসা থেকে গোপনে মাঠের মধ্য দিয়ে প্রায় ৪শ’ মিটার বিদ্যুৎ লাইন নিয়ে যায় পাশের বরুনাতৈল গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন এমএম ইটভাটার শ্রমিকরা। এ অবৈধ সংযোগেই জড়িয়ে মারা যান কৃষক মিজানুর।
এ ব্যাপারে মাগুরা সদর থানার এসআই শ্যামা প্রসাদ জানান, ঘটনাটি শোনার পর তদন্ত শুরু করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন