শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদকদ্রব্যসহ আটক ৪

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার থেকে গতকাল রোববার সকালে ১৫ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কক্সবাজারের টেকনাফ থানার পুরান কল্যাণপাড়ার হাবিব হোসেনের স্ত্রী মেহেরুন বেগম (৪৫) ও তার মেয়ে জেসমিন বেগম (২৫)। চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ জানান, চৌদ্দগ্রাম বাজারে গাঁজা নিয়ে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মা-মেয়েকে আটক করা হয়। পরে তাদের ব্যানিটি ব্যাগ ও বাজারের ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০০ বোতল ফেনসিডিল বোঝাই একটি ট্রাকসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আবুল খায়ের হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ট্রাকের চালক চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নারায়ণকরা গ্রামের আবুল গুলজারের পুত্র সাহাব উদ্দিন ও হেলপার চট্টগ্রামের সীতাকুন্ডের মসজিদগাঁও গ্রামের ছবির মিয়ার পুত্র আনিস মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে আবুল খায়ের হোটেলের সামনে ৫০০ বোতল ফেনসিডিল বোঝাই একটি ট্রাকসহ সাহাব উদ্দিন ও আনিস মিয়াকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন