হিলি সংবাদদাতা : জিকা ভাইরাস প্রতিরোধে হিলি স্থলবন্দরে কোন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হিলি ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোন নির্দেশনা না পাওয়াই তারা জিকা ভাইরাস প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহন করেতে পারেনি। প্রতিদিন এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শত-শত পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতয়াত করে। এছাড়াও এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেড়শ থেকে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করছে। এখানে নিয়মিত একটি মেডিকেল টিম কাজ করলেও তারা জিকা ভাইরাস প্রতিরোধে কোন কাজ করছে না। হিলি ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্য কর্মীরা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা না পাওয়াই শুধু শিশুদের পোলিও টিকা খাওয়ানো কাজ করছেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন