শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মামলা প্রত্যাহার না করায় বিধবাকে হত্যার হুমকি

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পাকুন্দিয়া উপজেলার ঠুটারজঙ্গল গ্রামের মৃত শাহ শেখ তাহশেন উদ্দিনের স্ত্রী আকলিমা খাতুনকে মামলা তুলে নিতে আসামিরা হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিধবা আকলিমা খাতুন অভিযোগ করেন, গত ২০১৪ সালের ২৩ জানুয়ারি তার স্বামীর শাহ শেখ তাহশেন উদ্দিন মারা গেলে একই এলাকার রিটন ও জমশেদ গং ভয়ভীতি দেখিয়ে জমিজমা ও বাড়ি দখলের চেষ্টা করে। আকলিমা খাতুন ঘটনাটি এলাকাবাসীকে জানালে রিটন ও জমশেদ গং ক্ষিপ্ত হয়ে ২০১৪ সালের ১৩ অক্টোবর সকালে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আকলিমা খাতুন বাধা দিলে তারা তাকে মারধর ও শ্লীলতাহানি করেন। এ ব্যাপারে ওই বছরের ২২ অক্টোবর আকলিমা খাতুন বাদি হয়ে ৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতে সাক্ষী দেয়ার অপরাধে চলতি বছরের ২৯ জানুয়ারি দুপুরে আসামিরা সাক্ষী আজিজুল হক ও জাহিদুল হককে মারধর করে এবং বাদি আকলিমা খাতুনকে মামলা তুলে নেয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে গতকাল সোমবার সকালে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাক্ষীদের মারধর ও বাদীকে হত্যার হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন