সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : কাউখালী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার ম-লের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগী শিক্ষক ও বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করে অবিলম্বে তার অপসারণ দাবি করেন। এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা উত্তম কুমারের দুর্নীতির খতিয়ান তুলে ধরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করেন। সমিতির সভাপতি শিক্ষক সুব্রত রায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা পরিষদ সভানেত্রী সুনন্দা সমদ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুল লতিফ খসরু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ফকির ও মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার ম-ল কাউখালীতে যোগদানের পর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। বিশেষ করে শিক্ষকদের টাইমস স্কেল, কন্টিজেন্সি বিল ও মেডিকেল ছুটির বিলসহ নানা বিলে ইচ্ছেমত ঘুষ দাবি করেন। তার দাবিকৃত অর্থ না দিলে তিনি কাগজপত্র ফের পাঠিয়ে শিক্ষকদের হয়রানি করে থাকেন। এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার ম-ল তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষকদের কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় এ নিয়ে তাদের সাথে অহেতুক ভুল বোঝাবুঝির সূত্রপাত ঘটেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন