নীলফামারীর ডোমার উপজেলার ২টি ইউনিয়নে শিলাবৃষ্টিতে বোরো ধান ও পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবার সকালে উপজেলার কেতকীবাড়ী ও গোমনাতী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি।
এতে ২টি ইউনিয়নের ১০টি গ্রামের শতাধিক একর জমির উঠতি বোরো ধান ও পাটের ব্যাপক ক্ষতি হয়। কেতকীবাড়ি ইউনিয়নের খালপাড়া, মধ্যপাড়া ও মেম্বারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মফেল, মোশারেফ, আতিউর, নুরুল আমিন, সবুজ, রাসেল, নুরুজ্জামান, ফয়েজ, জাহিদুল ও গোমনাতী ইউনিয়নের আব্দুর সাত্তার, বাবুল, মোকছেদ জানান, হঠাৎ শিলাবৃষ্টিতে তাদের ক্ষেতের পাকা বোরো ধান মাটিতে ঝড়ে পড়েছে। আর পাটের ডালপালা ভেঙে নইয়ে পড়েছে। এই এলাকার কৃষকদের জীবিকা নিবাহের একমাত্র সম্বল ছিল এই ধান। কিন্তু সেই ধান নষ্ট হয়ে পড়ায় চরম দুঃচিন্তায় পড়েছেন তারা।
ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী তাপস চন্দ্র জানান শিলাবৃষ্টিতে ২টি ইউনিয়নের কিছু কিছু এলাকায় বোরো ধানের ক্ষতি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন