আমিনুল হক, মীরসরাই (চট্টগ্রাম) থেকে : ইউপি নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার তথা ইউপি নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রথম দফা মার্চ ও দ্বিতীয় দফা জুনের মধ্যেই সম্পন্ন হবে সারাদেশের ইউপি নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নব্যাপী জমে উঠেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানে আড্ডায়, গ্রামের বটতলা, হাটখোলা, শীতের রোদ পোহানোর আসরসহ সর্বত্র আলোচনা ইউপি নির্বাচন নিয়ে। বিভিন্ন এলাকার সর্বসাধারণের সাথে আলোচনা করে জানা গেছে, সবগুলো ইউনিয়নের সম্ভাব্যপ্রার্থীরা ইতিমধ্যে অনেকটাই দৃশ্যমান। সকলেই এখন জানাজার নামাজ, বিয়ের আসরে, মেজবানে, সামাজিক বিভিন্ন আচার-অনুষ্ঠানে রাজনৈতিক কর্মতৎপরতার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। মীরসরাইয়ের বিভিন্ন স্থানে পেশাজীবী ও সাধারণ মানুষের সাথে আলোচনা করে প্রাপ্ত তথ্যে মতে, ১৬ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নাম উঠে এসেছে। করেরহাট ইউনিয়ন : করেরহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ যথাক্রমেÑ ইউনিয়ন আ.লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও আবু ছালেক (ছালেক কোম্পানী), এনায়েত হোসেন নয়ন, সোয়াইব মেম্বার, আবুল হোসেন, বিএনপির আলাউদ্দিন। হিংগুলী ইউনিয়ন : এখানে সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পিন্টু, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সোনা মিয়া মেম্বার ও বিএনপি নেতা নুরুল আবছার মিয়াজী। জোরারগঞ্জ ইউনিয়ন : এখানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী, এছাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি নিজাম উদ্দিন, শংকর দেওয়ানজী ও মাওলানা জমির উদ্দিন। ধূম ইউনিয়ন : ধূম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেক ইসমত জামসেদী, আনিছুর রহমান, জহির উদ্দিন ইরান, আব্দুল কাইয়ুম, আজিজুল হক, গাজী নিজাম উদ্দিন প্রমুখ। ওচমানপুর ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক এর পাশাপাশি মহিউদ্দিন, মোশাররফ হোসেন, শাহিনুল ইসলাম স্বপনের নাম শোনা যাচ্ছে। ইছাখালী ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান নুরুল আবছারের পাশাপাশি আওয়ামী লীগের নুরুল মোস্তফা ও সিরাজুল ইসলাম। কাটাছরা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজের পাশাপাশি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌ. (হুমায়ুন), বিএনপির আবদুর রহিম ও শওকত আকবর (সোহাগ)-এর নাম উঠেছে। দুর্গাপুর ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকার সাথে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খোরশেদ আলম চৌধুরী, আবু সুফিয়ান বিপ্লব, অধ্যাপক সেলিম নিজামী, নাজিম উদ্দিন প্রমুখের নাম শোনা যাচ্ছে। মীরসরাই ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান জাফর আহাম্মদ চৌধুরীর সাথে হাজী এমরান উদ্দিন, সাইফুল্লাহ দিদার, ফারুক আহম্মদ, আবু তাহের মাসুদ, দিদারুল আলমসহ অনেকের নাম শোনা যাচ্ছে। মিঠানালা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আবু তাহের ভূঁঞার পাশাপাশি সাবেক চেয়ারম্যান আবু তাহের, বিএনপির নুরুল আমিন ও মোয়াজ্জেম হোসেন চৌধুরী। মঘাদিয়া ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরীর পাশাপাশি সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, মাস্টার জাহাঙ্গীর হোসাইন, আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন, নাজমুল চৌধুরী এবং বিএনপির মেশকাত হোসেনের নাম শোনা যাচ্ছে।
১২নং খৈয়াছরা : বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর পাশাপাশি ছরোয়ার হোসেন, মাহফুজুল হক জুনু, ছানাউল্লাহ, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, বিএনপির শাহাদাত হোসেন প্রমুখ। মায়ানী ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর পাশাপাশি বিএনপির নুর হোসেন, মো. আলী আকবর, এসএম গোলাম সরওয়ার, আবু জাফর মেম্বার ও সাবেক চেয়ারম্যান মুছা মিয়ার নাম শোনা যাচ্ছে। হাইতকান্দি ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের পাশাপাশি শোনা যাচ্ছে সালাউদ্দিন, আব্দুলাহ আল মুরাদ, নুরুল আলম প্রমুখ। ওয়াহেদপুর ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমের পাশাপাশি গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, এনামুল হক ভূঁঞা, সামছুল হুদা ভূঁঞা, ফজলুল কবির ফিরোজ, ফরিদুল হাসান টিপুসহ অনেকের নাম শোনা যাচ্ছে। সাহেরখালী ইউনিয়ন : এখানে চেয়ারম্যান নুরুল মোস্তফার মৃত্যুর পর এখানে শোকাবহ অবস্থা গুছিয়ে সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, কামরুল হায়দার চৌধুরী, বিএনপির নুর হোসেন ও আওয়ামী লীগের এনামুল হকের নাম শোনা যাচ্ছে। ইউপি নির্বাচনের বিষয়ে এবার ভোটাররা আগামীতে নির্বাচিত হলে তারা কে কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সে বিষয় নিয়ে আলোচনা করছে। এছাড়াও রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা, মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে সুস্পষ্ট প্রতিশ্রুতি চায় ভোটারগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন