শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানের অর্থনীতিতে সঙ্কোচনের পূর্বাভাস

রেকর্ড সংক্রমণ, ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০২ এএম

কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় জরুরি অবস্থার আঘাতে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জাপানের অর্থনীতি ৪ দশমিক ৮ শতাংশ সংকোচন হতে পারে। এক জরিপে দেশটির শীর্ষ ১০ অর্থনীতিবিদ এ তথ্য জানিয়েছেন। সমীক্ষায় প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি গত বছরের জুনে শেষ হওয়া প্রান্তিকে বার্ষিক ২৯ দশমিক ৩ শতাংশ হ্রাসের সম্মুখীন হয়। চলতি মাসের ১৮ তারিখ মন্ত্রিসভা থেকে প্রথম প্রান্তিকের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, অর্থনীতির এ সংকোচন ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৮ দশমিক ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। গত নভেম্বর থেকে করোনার তৃতীয় ধাপের সংক্রমণ শুরু হলে জানুয়ারিতে টোকিও মেট্রোপলিটন এলাকায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। এরপর পর্যায়ক্রমে আরো ১১টি প্রদেশে এ নির্দেশনা বর্ধিত করা হয়। কিওডো এ খবর জানায়। অপর এক খবরে বলা হয়, জাপানে মহামারি করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা মহামারির শুরুতে জাপানে সংক্রমণ নিয়ন্ত্রিত থাকলেও হঠাৎ করেই দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। মাত্র ২৩ দিনেই অন্তত এক লাখ শনাক্ত হয়েছেন, এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাড়ে দশ হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপানের টোকিও, ওসাকা, কিয়োটোসহ বেশ কয়েকটি শহরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান সেরামের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি বন্ধ থাকায় এরই মধ্যে বিভিন্ন দেশে টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। সমস্যা সমাধানে টিকা সরবরাহে বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশকে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে নেপালের স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও চিকিৎসা সামগ্রীর সংকট। সবশেষ একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ হাজারের বেশি। করোনা প্রাদুর্ভাব ঠেকাতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছে দেশটির সরকার। অপরদিকে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১৭ মে থেকে নিউইয়র্কে চালু হচ্ছে সাবওয়ে ট্রেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। গেল কয়েক দিনে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় ও বেশিরভাগ বাসিন্দা টিকার আওতায় আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে বিশ্বজুড়ে সুষ্ঠু ও সমহারে টিকা বণ্টনের জন্য গেল বছরের মাঝামাঝি কোভ্যাক্স কর্মস‚চি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিওডো, রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন