বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুবর্ণচরে কৃষক প্রশিক্ষণ

সুবর্ণচর (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০১ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক বিনা উদ্ভাবিত তৈলবীজ ফসলের জাত সমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি ও ব্রিডার বীজ উৎপাদন এবং সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমরাব বিনা উপকেন্দ্র নোয়াখালীর আয়োজনে সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুরে প্রায় ৭৫ জন কৃষকের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন, বিনার পরিচালক (গবেষণা) এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সমন্বয়ক ড. মো. আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন, বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব সৈকত হোসেন ভঁ‚ইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিনার মহাপরিচালক বলেন, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে তেল ফসলের চাষাবাদ বৃদ্ধি করা প্রয়োজন। এজন্য বিদ্যমান শস্য বিন্ন্যাসে তেল ফসলের জাত অন্তর্ভুক্ত করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন