শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ২:৪৬ পিএম

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার তুলাতলী গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে প্রবাসী আলী আক্কাসের ঘর থেকে আগুনের লেলিহান ছড়িয়ে পাশ^বর্তী খোরশেদ আলম,আলমগীর হোসেনের বসতঘরসহ ৪টি ঘর পুড়ে যায়। এলাকাবাসী ও কচুয়া ফায়ার সার্ভিস কর্মীর সমন্বয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষনে প্রবাসীর ঘরে থাকা নগদ টাকা,আসাবাবপত্র ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও তারা জানান। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন