টাঙ্গাইলের মির্জাপুরে পিতার অভিযোগে সোনাতন সরকার জীবন (২৬) নামে মাদকাসক্ত ছেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন তাকে ৩ মাসের বিনাশ্রম সাজা দেন।
সোনাতন সরকার জীবন এ উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের দুলাল সরকারের ছেলে।
জানা গেছে, সোনাতন সরকার জীবন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে বিভিন্ন সময়ে তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুলাল সরকার টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে অভিযোগ করেন। পিতার অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই আবদুল্লা আল মামুন গাজেশ্বরী গ্রাম থেকে সোনাতন সরকার জীবনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের এক কর্মকর্তার অভিযোগে ভিত্তিতে মাদকাসক্ত এক যুবককে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন