শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সম্পত্তি বিরোধের জের প্রবাসীর বসতঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের শিবচরে এক সউদি প্রবাসী ভাইয়ের বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করার অভিযোগ উঠেছে অপর দুই ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করিম হাওলাদারকান্দি গ্রামের সউদি আরব প্রবাসী আঃ রব হাওলাদারের সাথে তার বড় ভাই সিরাজ হাওলাদার ও ছোট ভাই জুলহাস হাওলাদরের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদফা সালিশ-বৈঠক করেও বিরোধ মীমাংসা করতে ব্যর্থ হন স্থানীয়রা। ঈদুল আযহা উপলক্ষে কয়েকদিন আগে রব হাওলাদার সউদি আরব থেকে দেশে আসার পর অপর দুই ভাই বিরোধের সুযোগ খুঁজতে থাকে। গত বুধবার দুপুরে রব হাওলাদার ও তার ছেলে সবুজ স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সিরাজ হাওলাদারের স্ত্রী পান্না বেগম তাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রব হাওলাদার প্রতিবাদ করলে তার ছোট ভাই জুলহাস হাওলাদার, বড় ভাই সিরাজ হাওলাদার, তার স্ত্রী পান্না বেগম ও ছেলে শাহিনসহ পরিবারের সকলে লাঠিঁেসাটা নিয়ে রব হাওলাদারের বাড়িতে হামলা চালায়। রব ও তার পরিবারের সদস্যরা এ সময় দৌড়ে বাড়ি থেকে পালিয়ে গেলে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১০ ভরি স্বর্ণালংকার, ৭ হাজার সৌদি রিয়াল, বিমানের টিকেট ও পাসপোর্ট লুট করে নিয়ে যায় বলে পরিবারটি অভিযোগ করেছে। এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন