মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী মোল্লাপাড়া মহল্লা কমিটির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কাঠালবাগানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটির উপদেষ্টা ইমদাদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম রসুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুর রহমার, আইয়ুব হোসেন খান, খান মোস্তাক হোসেন রুমী, সাফিকুর রহমান সবুজ, আছাদুজ্জামান, নাদির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর গোলাম রসুল মিয়া। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন