নাটোরের গুরুদাসপুরের শিশু মহিবুল্লাহ্ র হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার অভিযোগে নয়ন (১৩) নামে এক কিশোরকে আটক করা হয়।
গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার জানান, ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা এবং মোবাইলে গেমস খেলতে না দেওয়ায় শিশু মহিবুল্লাহ কে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত নয়ন মিয়া।
তিনি আরো জানান, হত্যাকান্ডের পর পুলিশি তদন্তে বেরিয়ে আসে শিশু মহিবুল্লাহ্কে পাখি দেখানোর নাম করে নয়ন তাকে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে মহিবুল্লাহ্ র ঘাড়ের পেছনে এবং পিঠে আঘাত করে হত্যা করে।
উল্লেখ্য, গত ৬ মে বিকেল সাড়ে ৫ টায় সিংড়া উপজেলা ঘটিয়া গ্রামের পল্লী চিকিৎসক ইসহাক আলীর ছেলে তার মামার বাড়ি গুরুদাসপুর থেকে মহিবুল্লাহ্ নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরে উপজেলার সাবগাড়ি এলাকার ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন