শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাড়ি ফেরার দাবিতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০১ এএম

নিজ বাড়িতে ফেরার দাবিতে নির্যাতনের শিকার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের ৪ শতাধিক পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে মানবেতর জীবনযাপনকারী এসব পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চরচারতলা গ্রামের মোর্শেদ মিয়ার স্ত্রী নার্গিস বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২-শে জানুয়ারি লতিফ বাড়ি ও মুন্সিবাড়ির মধ্যে সৃষ্ট ঝগড়ায় জামাল মুন্সী নিহত হবার পর উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির নেতৃত্বে তিন শতাধিক বাড়িঘরে হামলা লুটপাট, অগ্নি সংযোগ, পুকুরের মাছ জমির ফসলসহ লুট করা হয়। এতে প্রায় ২০/২৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়।

তিনি অভিযোগ করেন, হানিফ মুন্সী আ.লীগের দলীয় পদ অপব্যবহার করে চারশতাধিক পরিবারকে পথে বসিয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে মুন্সীসহ যারা লুটপাটে জড়িতদের বিচারের দাবি জানান। এ ব্যাপারে তারা জেলা আ.লীগসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এলাকার নির্যাতিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন